স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০১৭ ১৫:২৪

রাতে মুখোমুখি জার্মানি ও চিলি

ফিফা কনফেডারেশনস কাপে বৃহস্পতিবার (২২ জুন) রাতে মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি ও চিলি। রাশিয়ার কাজানে ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এদিন অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের অপর দুই দল ক্যামেরুন ও অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হবে। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে ফেভারিট জার্মানি ও চিলি। দুটি দলই জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে। ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে চিলি, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছিল জার্মানি। রাতে দুই দলের ম্যাচে যে দল জয় পাবে, তাদের সেমিতে উঠার পথ অনেকটাই পরিস্কার হয়ে যাবে। জয়ী দল গ্রুপের সেরা হওয়ার লড়াইয়েও এগিয়ে  যাবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান মাত্র এক। জার্মানি তিন নম্বরে, চিলি চারে। দুই দলের লড়াইটা তাই জমজমাট হওয়ার কথা।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি অবশ্য বিশ্বকাপের মহড়া হিসেবে পরিচিত এই কনফেডারেশনস কাপে দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে। তাঁদের লক্ষ্য, বিশ্বকাপের আগে তরুণদের তৈরি করা। তবুও জোয়াকিম লোর দল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। অন্যদিকে, চিলি বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। রাতে জিততে পারে দুই দলের যে কোনোটি।

আপনার মন্তব্য

আলোচিত