স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০১৭ ১৭:৫২

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক ক্যাম্পে সুযোগ পেয়েছেন ২৯ জন ক্রিকেটার। তাদের মধ্যে থেকে বাছাই করে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা।

দুটি সিরিজের জন্য বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে আগামী ১০ জুলাই। এই ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসের উপর গুরুত্ব দেওয়া হবে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হয়েছে, ঈদের পর স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ম্যাচ আয়োজন করার পরিকল্পনা করবে বিসিবি। দুই দলে ভাগ হয়ে দুইদিন কিংবা তিনদিনের ম্যাচ হতে পারে।

ঘোষিত প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক, আল আমিন হোসেন ও আবুল হাসান রাজু। ডাক পেয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাইরে থাকা নাসির হোসেনও।

সূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট বাংলাদেশে সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। ফতুল্লায় ২২ থেকে ২৩ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৭ থেকে ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অজিরা। দ্বিতীয় টেস্ট হবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকায়। ২১ সেপ্টেম্বর বোনোনিতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর। সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মুশফিক-মাশরাফিরা।

২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত