স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৭ ০১:৫৮

ট্রাফিক সচেতনতায় বুমাহর ‘নো বল’

ভারতের ফাস্ট বোলার জাসপ্রিট বুমরাহর এক নো বলের খেসারত দিয়েছিল দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে; অপরদিকে ওই নো বলই আবার পুলিশ ব্যবহার করছে ট্রাফিক সচেতনতার মাধ্যম হিসেবে। বুমরাহ কিংবা ভারতীয় দলের সমর্থকদের যতই ভুলে যাবার চেষ্টা করুক না কেন জয়পুর পুলিশ তাকে সামনে নিয়ে আসছে।

এদিকে, কেবল জয়পুর পুলিশই নয় পাকিস্তানের ইসলামাবাদের পুলিশও বুমরাহর এ নো বল নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

টুইটারে এ নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন বুমরাহ। 

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভারে ৩ রানেই কট বিহাইন্ড হয়ে গিয়েছিলেন ফখর জামান। ড্রেসিংরুমের দিকে হাঁটাও দিয়েছিলেন তিনি। তাকে ফিরিয়ে আনে বুমরার নো বল। পরে তো ম্যাচের ভাগ্যই গড়ে দিলেন পাকিস্তানি ওপেনার। ফখর ফাইনালে সেঞ্চুরি করেন আর ভারত ম্যাচ হারে ১৮০ রানের ব্যবধানে।

জয়পুরে ট্রাফিক সিগন্যালে রাস্তা পারাপারের সময় মানুষকে সচেতন করতে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বুমরার নো বলের ছবি। ট্রাফিক নিয়ম অনুযায়ী জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হন পথচারীরা। জেব্রা লাইন থেকে তাই পিছিয়ে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয় গাড়িকে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গাড়ি কতটা দূরত্বে থাকবে, সেটি সহজে বোঝাতে জয়পুর পুলিশ একটা ছবি পোস্ট করেছে টুইটারে। সেখানে দেখা যাচ্ছে, একপাশে জেব্রা ক্রসিং থেকে পিছিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি। অন্যদিকে বুমরার নো বল ডেলিভারি। ছবির নিচে লেখা, ‘লাইন পেরিয়ে যাবেন না। জানেনই তো, লাইন পেরোনোর মূল্য কত চড়া হতে পারে!’

আপনার মন্তব্য

আলোচিত