ক্রীড়া প্রতিবেদক

২৮ আগস্ট, ২০১৭ ১৭:২৮

চালকের আসনে বাংলাদেশ

শেষ বিকেলে সৌম্য সরকারের ‘উচ্চাভিলাষী’ শট বাদ দিলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন পুরোটাই বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করার মাধ্যমে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেওয়া শেষে দিনশেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৪৫।

উইকেটে আছেন তামিম ইকবাল ৩০ রান, আর নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা তাইজুল আছেন শূন্য রানে। তামিমের এ ইনিংসে এপর্যন্ত বল খেলেছেন ৭০টি, যেখানে আছে মাত্র দুইটি চারের মার। অপরদিকে, তাইজুল বল খেলেছেন ৯টি।

দ্বিতীয় দিনের খেলা শেষে মাত্র ১০ বল বাকি থাকতে অ্যাস্টন এগারকে উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকার ধরা পড়েন উসামান খাওয়াজার হাতে। সৌম্যের এমন উচ্চালিভাষী শটকে তাই কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষাক্যর অভিহিত করেন ‘ম্যাডনেস’ হিসেবে।

এরআগে, ৩ উইকেটে ১৮ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। সাকিব আর মেহেদি মিরাজের যাদুকরি স্পিনে একে ধরা পড়েন অজি ব্যাটসম্যানেরা। এই স্পিন ভেলকিতে শরিক হন অপর স্পিনার তাইজুলও।

সাকিব ৬৮ রানের খরচায় নেন ৫ উইকেট। মেহেদি মিরাজ ৬২ রান দিয়ে নেন ৩ উইকেট, তাইজুলের ১ উইকেট নিতে খরচ হয় ৩২ রান। অপর উইকেটটি হয় রানআউট।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। এর আগে ২০০৬ সালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৬৯ রান করেছিল তারা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলা ছয় ইনিংসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার অলআউট হল অস্ট্রেলিয়া।

১৪৪ রানে ৮ উইকেট ফেলে দিয়ে আরও বড় লিড নেওয়ার আশা জাগিয়েছিল বাংলাদেশ। শেষ ২ উইকেটে ৭৩ রান যোগ করে লিডটা ৫০-এর নিচে নামিয়ে আনে অতিথিরা।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭ (ওয়ার্নার ৮, রেনশ ৪৫, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হেইজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মুস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)

আপনার মন্তব্য

আলোচিত