স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০১৭ ০৪:৩৫

৩০০ রানের মত টার্গেট দিতে চান মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৩ রানের লিডের পর দ্বিতীয় দিন শেষে ৪৫ রান সহ ৮৮ রানে এগিয়ে টাইগাররা, হাতে আছে ৯ উইকেট। এমন অবস্থায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, ৩০০ রানের বেশি লিড পেলেই এ ম্যাচে বাংলাদেশের জেতা সম্ভব।

বললেন, ‘আসলে সুনির্দিষ্ট কিছু নেই। আমাদের লক্ষ্য অনেক বড় স্কোর গড়া। সুযোগ থাকলে যত বেশি সম্ভব আমরা করব। তবে এই উইকেটে আমরা যদি ৩০০ প্লাস রান করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে।’

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘ম্যাচের বর্তমান অবস্থা এবং উইকেট দেখে আমার মনে হচ্ছে ৩০০ রানের বেশি লিড নিতে পারলে এই ম্যাচে আমাদের জেতা সম্ভব। তবে কাজটা আমাদের খুব একটা সহজ হবে না। অস্ট্রেলীয় বোলারদের খুবই সতর্কভাবে মোকাবিলা করতে হবে আমাদের ব্যাটসম্যানদের। তা না হলে ভালো কিছু করা সম্ভব হবে না।’

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ম্যাচে সাফল্য পাওয়া অসম্ভব নয় বলেও মনে করেন এই তরুণ স্পিনার, ‘আমরা বেশ ইতিবাচক। আমার বিশ্বাস ম্যাচে আমরা সাফল্য পাবই। এখন প্রয়োজন ধারাবাহিকতা ধরে রাখা। আজ বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি আমরা। এখন সবকিছুই বেশ দ্রুত ঘটতে পারে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যদি ছন্দ ধরে রাখতে পারি, কাল ওদের দ্রুত গুটিয়ে দিতে পারব।’

মিরাজ বললেন, ‘এই উইকেটে আমরা যত রানই করি, আমাদের জন্য লড়িয়ে মনে হবে। প্রথম ইনিংসে দেখেছেন যে ২৬০ রান করেছি, অথচ ওই রানের মধ্যে আটকে দিয়েছি ওদের। আমাদের অনেক ব্যাটসম্যান এখনও আছে। কালকে ব্যাটিং করতে পারবে। যে রানই হোক, ওইটা নিয়ে আমরা লড়ব।’

তিনি আরও বলেন, বড় লক্ষ্য ছুড়ে দেওয়া সম্ভব হলে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচ বাঁচানো বেশ কঠিন হবে। কারণ ম্যাচে বাংলাদেশ এখন অনেকটাই আধিপত্য বিস্তার করছে। বলা যায় এখনো চালকের আসনেই আছে স্বাগতিকরা।

আপনার মন্তব্য

আলোচিত