সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৩৩

ইতালিকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের পথে স্পেন

রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে পৌঁছতে বাধা সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে স্পেন। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের খেলায় ইতালিয়ানদের ৩-০ গোলে হারিয়েছে তারা। এর ফলে ২০০৬ সালের পর ইতালি বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচে হারল।

এতে ‘জি’ গ্রুপে শীর্ষস্থান সংহত হলো স্পেনের। ৭ ম্যাচে দলটির অর্জন ১৯ পয়েন্ট। অপরদিকে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতালির অবস্থান দ্বিতীয়। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ৮টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। আর ৮ রানার্সআপ এর মধ্যে চারটি দল প্লে অফের মাধ্যমে যাবে চূড়ান্তপর্বে।

বার্নাব্যুতে অতিথিদের জালে প্রথম বল জড়ান ইসকো। ম্যাচ শুরুর ১৩ মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর ৪০ মিনিটে আবারও প্রতিপক্ষের জাল ভেদ করেন রিয়াল মাদ্রিদে খেলা আক্রমণভাগের এই ফুটবলার। খেলার দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতা ইতালির জালে শেষবারের মতো বল জড়ান।

আপনার মন্তব্য

আলোচিত