স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৭ ০১:২৯

টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হার

দেশের মাটিতে ভারতরে বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও হেরেছে শ্রীলঙ্কা। বুধবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সবগুলো জিতেই দেশে ফিরছে বিরাট কোহলির দল।

শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৭ উইকেটে করেছিল ১৭০ রান। সেটা সহজেই ভারত টপকে যায় বিরাট কোহলির দুর্দান্ত এক ইনিংসে। ৫৪ বলে ৭ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ৮২ রান করেন ভারতীয় অধিনায়ক। অবশ্য জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হতে হয় তাকে। এর আগে মনীষ পান্ডের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন কোহলি।

মনীষ অপরাজিত ছিলেন ৫১ রানে। ৩৬ বলে চারটি চার ও এক ছয়ে সাজানো তার ইনিংস। তাদের ব্যাটেই ১৯.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান করে সফরকারীরা।

এরআগে শ্রীলঙ্কা প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৬০ রান তোলে। কিন্তু শেষটা তেমন হয়নি। দিলশান মুনাবীরা ২৯ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৩ রানে আউট হলে আর কেউ তাকে অনুসরণ করতে পারেনি। ৪০ বলে আশান প্রিয়ঞ্জন ৪০ রান করে কিছুটা অবদান রাখেন।

যুজবেন্দ্র চাহাল ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি পেয়েছেন কুলদীপ যাদব।

ম্যাচসেরা হয়েছেন কোহলি।

আপনার মন্তব্য

আলোচিত