স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৪৩

ব্রাজিলকে টপকে গেল জার্মানি, বাংলাদেশের ৭ ধাপ অবনতি

ব্রাজিলকে টপকে বিশ্বফুটবলের শীর্ষস্থানে উঠে গেছে জার্মানি। সাত ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ে ২০৬ দেশের তালিকায় বাংলাদেশ আছে ১৯৬তম স্থানে।

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের ড্রয়ের সুযোগে চেক প্রজাতন্ত্র ও নরওয়ের বিপক্ষে জয় নিয়ে শীর্ষে ফিরল বিশ্ব চ্যাম্পিয়নরা।

তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছে ২০১৬ সালের ইউরো জয়ী পর্তুগাল।

এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে আছে উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে ড্র করা আর্জেন্টিনা।

জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে জয় পাওয়া বেলজিয়াম চার ধাপ উন্নতি করে উঠে এসেছে পঞ্চম স্থানে।

এর পরের পাঁচ অবস্থানে আছে যথাক্রমে পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, চিলি ও কলম্বিয়া।

একাদশ স্থানেই থেকে গেছে স্পেন। পঞ্চদশ স্থানে নেমে গেছে ইংল্যান্ড। পাঁচ ধাপ পিছিয়ে সপ্তদশ স্থানে ইতালি।

আপনার মন্তব্য

আলোচিত