স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০১:২১

বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

ইন্ডিপেন্ডেন্স কাপ টি-টোয়েন্টি জিতে নিয়েছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বিশ্ব একাদশকে হারিয়েছে তারা ৩৩ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে শেহজাদের ৮৯ রানের ইনিংসে ২০ ওভারে পাকিস্তান তুলেছিল ৪ উইকেটে ১৮৩। বিশ্ব একাদশ তুলতে পারে ১৫০।

তামিম ইকবাল এদিনও পারেননি ভালো কিছু করতে। আউট হয়েছেন ১৪ রানে।

প্রথম দুই ম্যাচের মতো শুক্রবারও পাকিস্তানের ভালো শুরু করে টপ অর্ডার। ২৫ বলে ২৭ রান করে আগে ফেরেন ফখর জামান। তবে ততক্ষণে ৫০ বলে ৬১ রানের উদ্বোধনী জুটি পেয়ে গেছে পাকিস্তান।

এরপর শেহজাদ ও বাবর আজমের জুটি পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেয়। ৩৭ বলে পঞ্চাশ স্পর্শ করা শেহজাদ রান আউট হয়ে যান ৫৫ বলে ৮৯ রানে। প্রথম ম্যাচের নায়ক বাবর এদিন করেন ৩১ বলে ৪৮। শেষ দিকে যথারীতি দুই ছক্কায় ৭ বলে অপরাজিত ১৭ শোয়েব মালিক।

বিশ্ব একাদশের রান তাড়ায় প্রথম ওভারেই ইমাদ ওয়াসিমকে তিনটি চার মারেন তামিম। তবে আউট হয়ে যান দ্বিতীয় ওভারেই। বাঁহাতি পেসার উসমান খানের একটু নিচু হওয়া বলে বোল্ড।

আগের ম্যাচে অপরাজিত ৭২ রান করা হাশিম আমলা করেন ২১ রান। ১০ ওভার শেষ হওয়ার আগেই নেই ৫ উইকেট। আগের ম্যাচে নায়ক থিসারা পেরেরা ঝড় তুললেন আবারও। খেলেন ১৩ বলে ৩২ রানের ইনিংস।

৩২ রান করেছেন ডেভিড মিলারও। ড্যারেন স্যামি করেন ২৩ বলে ২৪*।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৮৩/৪ (ফখর ২৭, শেহজাদ ৮৯, বাবর ৪৮, মালিক ১৭*, ইমাদ ০, সরফরাজ ০*; বদ্রি ০/২৮, মর্কেল ০/৪২, কাটিং ০/২৬, থিসারা ২/৩৭, স্যামি ০/২৪, তাহির ০/২৬)।
বিশ্ব একাদশ: ২০ ওভারে ১৫০/৮ (তামিম ১৪, আমলা ২১, কাটিং ৫, দু প্লেসি ১৩, বেইলি ৩, মিলার ৩২, থিসারা ৩২ , স্যামি ২৪*, মর্কেল ১, বদ্রি ০*; ইমাদ ১/৩৪, উসমান ১/২৬, হাসান ২/২৮, রাইস ১/২০, নওয়াজ ০/৭, শাদাব ০/৩৪)।
ফল: পাকিস্তান ৩৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধনে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আহমেদ শেহজাদ

আপনার মন্তব্য

আলোচিত