ক্রীড়া প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ২১:১৫

বিপিএলের পঞ্চম আসরে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ‘প্লেয়ার্স ড্রাফট’ সম্পন্ন হলো আজ। এবারের বিপিএলে অংশগ্রহণ করছে মোট সাতটি দল। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে সাজালো তাদের নিজ নিজ দল।

প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান্টি মোট পাঁচটি রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই রাউন্ড ছিল দেশি ক্রিকেটারদের নিয়ে। তৃতীয় রাউন্ড ছিল বিদেশি ক্রিকেটারদের নিয়ে এবং চতুর্থ পঞ্চম রাউন্ড ছিল দেশি ক্রিকেটারদের নিয়ে।

আর এতে ১৪০ জন দেশি ও ২০৩ জন বিদেশি খেলোয়াড় নিয়ে হয় এ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। তবে এতে দল পেয়েছেন মোট ৬৬ জন ক্রিকেটার। কারণ এর আগেই ২৮ জন দেশি ও ৬৯ জন বিদেশি ক্রিকেটারকে নিশ্চিত করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শেষে সবগুলো ফ্র্যাঞ্চাইজিই তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করতে পেরেছে। তবে কাগজে কলমে এগিয়ে আছে গত আসরগুলোর চ্যাম্পিয়নরাই। দেশী ক্রিকেটার ও বিদেশি তারকাদের নিয়ে দারুণ দল গড়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবার দেখে নেয়া যাক বিপিএলে কে কোন দলে খেলছেন :

সিলেট সিক্সার্স:
প্রথমেই দেখে নেয়া যাক আসরের নবাগত দল সিলেট সিক্সার্স। আর প্রথম আসরে এসেই লড়াই করার মতো দলই গড়েছে তারা। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান নাসির হোসেন আছেন তাদের দলে। বাংলাদেশের একমাত্র টি-টুয়েন্টি স্পেশালিষ্ট সাব্বির রহমান একাই পার্থক্য গড়তে সক্ষম। আছেন তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বির মতো খেলোয়াড়। বিদেশি খেলোয়াড় সংগ্রহেও পিছিয়ে নেই দলটি। লিয়াম প্লাঙ্কেট, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, রিচার্ড লেভির মতো খেলোয়াড়রা আছেন দলটিতে।

দেশী ক্রিকেটার: সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন তান্না, শরিফউল্লাহ।

বিদেশি ক্রিকেটার: দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্লানকেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মুদাসসির খান।

ঢাকা ডায়নামাইটস:
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। শিরোপা ধরে রাখার লক্ষ্যেই দারুণ দল গড়েছে তারা। দলের প্রাণ ভোমরা হিসেবে এবারও যথারীতি বাংলাদেশের সেরা তারকা ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অল রাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে আছেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। ধরে রেখেছে গত আসরের চমক মেহেদী মারুফকেও। এছাড়াও ইনজুরি থেকে ফেরা পেসার মোহাম্মদ শহীদও নজর কাড়তে পারেন। প্লেয়ার্স ড্রাফট থেকে ডায়নামাইটস পেয়েছে আবু হায়দার রনির মতো প্রতিশ্রুতিশীল বোলারকে। তবে দলে সবচেয়ে বড় আকর্ষণ বিদেশি তারকা। শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, কেভন কুপার ও সুনিল নারিনের মতো টি-টুয়েন্টি স্পেশালিষ্টরা আছেন দলে।
 
দেশী ক্রিকেটার: সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।

বিদেশি ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারিন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
শেষ দুই-তিন বছরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার তামিম ইকবাল খান। সেই তামিমকে ঘিরেই এবার দল গড়েছে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। সঙ্গে আছেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও দুই উঠতি তরুণ লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটার। এছাড়াও অভিজ্ঞ অলক কাপালী ও আরাফাত সানির মতো পরীক্ষিত খেলোয়াড় চাবিকাঠি হয়ে উঠতে পারেন। তবে দলের মূল শক্তি বিদেশি খেলোয়াড়রা। মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো ও শোয়েব মালিকরা এই দলে। এছাড়াও আছেন দুই আফগান সুপারহিট ক্রিকেটার মোহাম্মদ নবি ও রশিদ খান। পাকিস্তানের নতুন তারকা ফখর জামানের সঙ্গে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড় হাসান আলিও ভিক্টোরিয়ান্সের।

দেশী ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদি হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি ক্রিকেটার: মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, অ্যাঞ্জলো ম্যাথিউস, কলিন মানরো, ফখর জামান, সলোমান মায়ার, রুম্মান রাইস।

রাজশাহী কিংস:
ড্যারেন স্যামির নেতৃত্বে গত আসরে বেশ চমকই দেখিয়েছিল রাজশাহী কিংস। এবারও রাজশাহীতেই আছেন তিনি। যদিও পুরো আসরে তাকে পাওয়ার সম্ভাবনা কম। তাই নেতৃত্বে দেখা যেতে পারে বরিশাল বুলস ছেড়ে আসা মুশফিকুর রহীমকে। তবে প্লেয়ার্স ড্রাফটে দলটি পেয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তাই শক্তিমত্তা আরও বেড়েছে দলটির। আছেন আরেক তরুণ সেনসেশন মেহেদী হাসান মিরাজ। বিদেশি খেলোয়াড়ের কোটায় গতবার খেলে যাওয়া খেলোয়াড়দের উপরই আস্থা রেখেছে দলটি। তাই এবারও দলটির মূল শক্তি হতে পারে টিম স্পিরিট।

দেশী ক্রিকেটার: মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।

বিদেশি ক্রিকেটার: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, ওসামা মির, রাজা আলি দার।

খুলনা টাইটান্স:
বিপিএলের গত আসরে দলকে একাই টেনে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারই তার দিকেই তাকিয়ে থাকবে খুলনা টাইটান্স। এবার দলটি পেয়েছে নাজমুল হোসেন শান্তর মতো তরুণকে। দুর্দান্ত ফর্মে আছেন এ তরুণ। শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আবু জায়েদ রাহী, মুক্তার আলী ও ধীমান ঘোষের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা পার্থক্য গড়ে দিতে পারেন। আছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ও সহ-অধিনায়ক আফিফ হাসান ধ্রুবও। গতবারের মতো এবারও বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে বড় নামের পেছনে ছোটেনি দলটি। তবে জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, রাইলি রুশো, কার্লোস ব্র্যাথওয়েটের মতো খেলোয়াড়রা আছেন দলে।

দেশী ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলি, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।

বিদেশি ক্রিকেটার: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডাভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, শাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার।

রংপুর রাইডার্স:
অভিজ্ঞতাই রংপুর রাইডার্সের মূল শক্তি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবার থাকছেন রংপুর রাইডার্সের দায়িত্বে। তার সঙ্গে আছেন অভিজ্ঞ শাহরিয়ার নাফীস ও আব্দুর রাজ্জাকের মতো খেলোয়াড়। মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেনরা জ্বলে উঠলে একাই বদলে দিতে পারেন ম্যাচের চেহেরা। বিদেশি ক্রিকেটারের তালিকায় আছেন টি-টুয়েন্টির সবচেয়ে বড় নাম ক্রিস গেইল। যদিও ফাইনালে উঠলে তবেই তাকে পাবে দলটি। আর উপমহাদেশের উইকেটে সফল রবি বোপারা, থিসারা পেরেরা ও কুশল পেরেরার মতো খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি চ্যাম্পিয়নশিপ রেসেই থাকবে বলে আশা করা যায়।

দেশী ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফীস আহমেদ, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, ইবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

বিদেশি ক্রিকেটার: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রেস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।

চিটাগং ভাইকিংস:
আবারের আসরের সবচেয়ে তারুণ্য নির্ভর দল। তারুণ্যই তাদের মূলশক্তি। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত তরুণ পারফর্মারদের নিয়ে গঠিত দলটি। সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায়ের সঙ্গে আছেন সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর ও নাঈম হাসানের মতো তরুণরা। বিদেশি খেলোয়াড় সংগ্রহে পিছিয়ে আছে দলটি। তবে লুক রনকি, লিয়াম ডসন ও অভিজ্ঞ মিসবাহ-উল-হক প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন।

দেশী ক্রিকেটার: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত।

বিদেশি ক্রিকেটার: লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস।

আপনার মন্তব্য

আলোচিত