সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২৫

বিদেশের মাটিতে টানা ১০ ম্যাচ হারল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

একটা সময় ছিল ক্রিকেট ভক্তদের মনে অস্ট্রেলিয়া নামটা আসলেই সবার আগে মনে হতো, সে ম্যাচে নিশ্চিত জয় পাবে তারা। এভাবেই টানা তিনটি বিশ্বকাপ জিতে নিজেদের আধিপত্যের কথা জানান দিয়েছিল অজিরা।

এছাড়াও একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া। কিন্তু সেই অজিদের অবস্থা এখন কতটা শোচনীয় তা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই বোঝা  যায়।

কলকাতার ইডেনে ভারতের কাছে হারের পর একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান দেখতে গেলে দেখা যায়- তারা বিদেশের মাটিতে এ নিয়ে টানা ১০ ম্যাচ হারল।

আর বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার এই ধারাবাহিক হারের সূচনা হয় গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায়-অস্ট্রেলিয়া সিরিজের মধ্যে দিয়ে। সে সময় গত তারা দক্ষিণ আফ্রিকার কাছে ০-৫ ব্যবধানে সিরিজ হেরেছিল। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে পর পর দুই ম্যাচে হারে অস্ট্রেলিয়া।

গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অজিরা। আর এবার ভারতে এসে ইতিমধ্যেই টানা দুই ম্যাচে হেরে গেছে অজিরা। সব মিলিয়ে বিদেশের মাটিতে টানা ১০ ম্যাচে হারা হয়ে গেল তাদের।

আপনার মন্তব্য

আলোচিত