স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৭ ১৯:১৯

বিদায় অমলেশ সেন

ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা ফুটবল দল, জাতীয় দল, আবাহনীর সাবেক তারকা ফুটবলার ও কোচ অমলেশ সেন।

শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই ফুটবল ব্যক্তিত্বের মরদেহ রোববার সকালে নেওয়া হয় তার প্রিয় ঢাকা আবাহনী ক্লাব প্রাঙ্গণে।

১৯৭২ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আবাহনীর সাথে জড়িয়ে আছে অমলেশ সেনের নাম। প্রিয় ক্লাব প্রাঙ্গণে শেষবারের মতো কফিনে করে আসা অমলেশ সেনের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল দেশের ফুটবল পরিবার।

ফুলেল শ্রদ্ধা ছাড়াও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয়ভাবে শেষ সম্মান জানানো হয়। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় সবুজবাগ শ্মশানঘাটে।

অমলেশ সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অলিম্পিক এসোসিয়েশন, বাফুফে, বিএসজেএ ও ক্রীড়া লেখক সমিতিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

১৯৪৩ সালের ২ মার্চ বগুড়ায় জন্ম নেওয়া অমলেশ সেন ফুটবলের প্রেমে পড়েন স্কুলজীবনে। বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে তার ফুটবলে হাতেখড়ি। জেলা শহরেই তৎকালীন বাইটন ক্লাবের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু। বগুড়ায় খেলেন পাঁচ বছর। এরপর চলে আসেন রাজধানীতে।

ঢাকায় ১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত খেলেন ফায়ার সার্ভিস ও ইস্টএন্ডের হয়ে। ১৯৭০ সালে যোগ দেন ঢাকা মোহামেডানে।

১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

দেশ স্বাধীন হওয়ার পরের বছর যোগ দেন ঢাকা আবাহনীতে। সেই ১৯৭২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলেছেন প্রিয় দল আবাহনীতে। অবসর নেওয়ার পর মৃত্যু পর্যন্ত নিজেকে জড়িয়ে রেখেছিলেন আবাহনীর সঙ্গে। মাঝে অবশ্য কিছু দিনের জন্য মুক্তিযোদ্ধার কোচ ছিলেন। এরপর আবার ফিরে আসেন আবাহনীতে। ক্লাবের জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন আবাহনীর সঙ্গে।

চলতি মৌসুমে তিনি আবাহনীর কোচ দ্রাগো মামিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত