স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৭ ০৩:৪৫

শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারাল পাকিস্তান

দুবাইয়ে প্রথম ওয়ানডে জিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯২ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৮ উইকেটে থামে ২০৯ রানে।

পাকিস্তানের বড় সংগ্রহের পেছনে ভূমিকা ছিল বাবর আজমের সেঞ্চুরি ও শোয়েব মালিকের সঙ্গে শতরানের জুটি। এই ম্যাচে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পান বাবর। ১৩১ বলে করেন ১০৩ রান। অপরদিকে শোয়েব মালিক ছিলেন আরও আগ্রাসী। তার এই ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৬১ বলে ৮১ রানে বিদায় নেন। শেষ দিকে ইমাদ ও হাসান আলী মিলে সংগ্রহ কিছুটা বাড়িয়ে নেন।

জবাবে শ্রীলঙ্কা খেলতে নেমে ধীর গতির শুরু করেছিল। কিন্তু পাকিস্তানের বোলিংয়ে থিতু থাকতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে আগেই ছিটকে যাওয়া নিশ্চিত করে ফেলে। হাফসেঞ্চুরি করেও দলকে বাঁচাতে ব্যর্থ হন থিরিমান্নে ও ধনঞ্জয়।

পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন রুম্মন রইস ও হাসান আলী। একটি নেন মোহাম্মদ হাফিজ ও শাদাব খান।

আপনার মন্তব্য

আলোচিত