সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৮ ১২:০১

ইংল্যান্ডের কাছে সাত উইকেটের হার বাংলাদেশের যুবাদের

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় এলেও  নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

এদিন ম্যাচটিতে সেঞ্চুরি করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪৮ রান করে অপরাজিত থাকেন ইউয়ান উডস।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশ আজ হারলেও কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে এখনও ভালোভাবে টিকে রয়েছে সাইফ হাসানরা। অন্যদিকে, দুই ম্যাচ খেলে দুইটিতে জিতেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার কুইন্সটাউন ইভেন্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ১৭৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৯ রানে তিন উইকেট হারিয়ে ফেললেও পরে হ্যারি ব্রুক ও ইউয়ান উডস দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ১টি, কাজী অনিক ১টি ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সাইফ হাসানরা। দলের পক্ষে আফিফ হোসেন হাফ সেঞ্চুরি করেন। ৬৩ রান করে আউট হন তিনি। এছাড়া আর কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে এথান বাম্বার ৩টি, ডিলন পেনিংটন ১টি, টম স্ক্রিভেন ১টি, লুক হলম্যান ১টি ও ইউয়ান উডস ৩টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ফল: সাত উইকেটে জয়ী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৭৫ (৪৯.২ ওভার)

(পিনাক ঘোষ ৪, মোহাম্মদ নাঈম ১, সাইফ হাসান ১, তৌহিদ হৃদয় ১২, আফিফ হোসেন ৬৩, আমিনুল ইসলাম ৩১, মহিদুল ইসলাম অঙ্কন ২০, নাঈম হাসান ১, কাজী অনিক ৮, হাসান মাহমুদ ২৩, টিপু সুলতান ০*; এথান বাম্বার ৩/১৯, ডিলন পেনিংটন ১/২৬, টম স্ক্রিভেন ১/২৯, হ্যারি ব্রুক ০/৯, উইল জ্যাকস ০/২৫, লুক হলম্যান ১/৩৬, ইউয়ান উডস ৩/২৬)।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৭৭/৩ (২৯.৩ ওভার)

(সাভিন পেরেরা ৭, টম ব্যান্টন ৯, হ্যারি ব্রুক ১০২*, উইল জ্যাকস ৮, ইউয়ান উডস ৪৮*; হাসান মাহমুদ ১/২৭, কাজী অনিক ১/১৯, নাঈম হাসান ১/৩৬, টিপু সুলতান ০/৪২, আফিফ হোসেন ০/৩৫, সাইফ হাসান ০/১৩, তৌহিদ হৃদয় ০/৫)।

আপনার মন্তব্য

আলোচিত