সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:৪৪

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে ভারত

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। ঘরের মাটিতে সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডোবে ডি ভিলিয়ার্স-ডু প্লেসিহীন স্বাগতিক শিবির।

ম্যাচে মাত্র ১১৯ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে। আর তা মাত্র ২০.৩ ওভারেই সে লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলিরা। কোহলি ৪৬ রানে অপরাজিত। অর্ধ শতরান করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান।

১১৮ রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় টিম ইন্ডিয়া। তবে খেলা ধরে নেন গতম্যাচের নায়ক বিরাট কোহলি ও শিখর ধাওয়ান।

এরআগে ভারতীয় স্পিনের ছোবলে প্রথম ম্যাচে ডারবানে দিশেহারা হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সামলেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। কিন্তু, সেঞ্চুরিয়নে চোটের কারণে তিনি নেই। খেলেননি এবিডি ভিলিয়ার্সও। ডেভিলিয়ার্স-ডু প্লেসিহীন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং নির্ভর করছিল হাসিম আমলার উপরে। তাঁকে ফেরান ভুবনেশ্বর কুমার। বাকি কাজটা সারেন স্পিনাররা। ১১৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। যুজবেন্দ্র চহল নেন ৫টি উইকেট। ৩টি উইকেট তুলে নেন কুলদীপ যাদব। বল হাতে প্রথম ওভারেই কুলদীপের শিকার এডেন মার্করাম ও ডেভিড মিলার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩২.২ ওভারে ১১৮ (আমলা ২৩, ডি কক ২০, মারক্রাম ৮, ডুমিনি ২৫, মিলার ০, ঝন্ডো ২৫, মরিস ১৪, রাবাদা ১, মর্কেল ১, তাহির ০, শামসি ০*; ভুবনেশ্বর ১/১৯, বুমরাহ ১/১২, পান্ডিয়া ০/৩৪, চহল ৫/২২, কুলদীপ ৩/২০, কেদার ০/১১)

ভারত: ২০.৩ ওভারে ১১৯/১ (রোহিত ১৫, ধাওয়ান ৫১*, কোহলি ৪৬*; মর্কেল ০/৩০, রাবাদা ১/২৪, মরিস ০/১৬, তাহির ০/৩০, শামসি ০/১৮)

ফল: ভারত ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: যুজবেন্দ্র চহল

আপনার মন্তব্য

আলোচিত