স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১০:১২

চার বছর পর শাদা পোষাকে রাজ্জাক

চার বছর পর শাদা পোষাকে মাঠে নেমেছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন আব্দুর রাজ্জাক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্র হওয়া সেই টেস্ট শেষ হয়েছিল ৮ ফেব্রুয়ারি। কাঁটায় কাঁটায় ৪ বছর বাইরে থাকার পর আবারও জাতীয় দলে ফিরলেন রাজ্জাক।

বাঁহাতি এ স্পিনারকে নিয়েই মিরপুর টেস্টের একাদশ গঠন করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় ফিরেছেন সাব্বির রহমান। শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেক ঘটেছে আকিলা ধনঞ্জয়ার।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত