স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৩১

৩১২ রানের বড় লিড শ্রীলঙ্কার

স্বাগতিক বাংলাদেশকে ১১০ রানে গুঁটিয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ৮ উইকেটে ২০০।

শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসা অতিথি দলটি দিন শেষ করে ২০০ রানে। প্রথম ইনিংসের বড় লিড আর উইকেট পরিস্থিতিতে এ রান কঠিন হতে পারে বাংলাদেশের।

দলীয় ৮০ রানে লঙ্কানরা হারায় তিন উইকেট। এর কিছুক্ষণ পর শ্রীলঙ্কা চা বিরতিতে যায় ১৯৯ রানের লিড নিয়ে। চা বিরতির পর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ভালোই খেলছিল। ওপেনার দিমুথ করুনারত্নে ও অধিনায়ক দিনেশ চান্দিমাল ভালোই এগিয়ে নিচ্ছিলেন দলকে। তারা ২০০ রানের লিডও পার করেন। এর পরই করুনারত্নেকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরে শ্রীলঙ্কা যখন বড় লিডের দিকে এগোচ্ছে, তখন আবার প্রতিরোধ ভাঙেন মিরাজ। তিনি ফেরান চান্দিমালকে। কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন নিরঞ্জন ডিকওয়েলা। তাঁকে আউট করেন তাইজুল ইসলাম। এর পর শ্রীলঙ্কা আরো একটি উইকেট হারিয়েছে ঠিক, তবে তারা সংগ্রহ করে ফেলেছে ২০০ রান। তাই দিন শেষে বাংলাদেশের সামনে রেখে গেছে ৩১২ রানের বিশাল লিড।

মিরপুরের উইকেটে এই রান টপকাতে পারবে কি বাংলাদেশ, সেটাই এখন প্রশ্ন।

অবশ্য ঢাকা টেস্টের প্রথম দিন বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে মাত্র ২২২ রানে বেঁধে ফেলেছিলেন আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম। কিন্তু নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারননি মাহমুদউল্লাহর দল। গতকাল প্রথম দিনের খেলায় বাংলাদেশ হারিয়েছিল চারটি উইকেট। আজ প্রথম সেশনেই বাংলাদেশ হারিয়েছে বাকি ছয়টি উইকেট।

অন্য ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেখানে ৩৮ রানে অপরাজিত থেকে বাংলাদেশের পক্ষে একাই লড়েছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারিয়েছিল প্রথম সারির তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের উইকেট। দিনের শেষ পর্যায়ে ইমরুল কায়েসও ফিরেছিলেন ১৯ রান করে। আজ দ্বিতীয় দিনের শুরুতে লিটন দাস সাজঘরে ফিরে গেছেন ২৫ রান করে। ১৭ রান করে অধিনায়ক মাহমুদউল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেই ১৭ রানেই সাজঘরে ফিরতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। সাব্বির রহমান আউট হয়েছেন শূন্য রানে। ১ রান করে এসেছে আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলামের ব্যাট থেকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ৬৮, রোসেন সিলভার ৫৬, দিলরুয়ান পেরেরার ৩১ ও আকিলা ধনঞ্জয়ের ২০ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২২২ রান জমা করেছিল শ্রীলঙ্কা।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ বোলিং করে নজর কেড়েছেন আবদুর রাজ্জাক। চারটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। চারটি উইকেট পেয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলামও। মুস্তাফিজুর রহমানের ঝুলিতে গেছে বাকি দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২২২ (৬৫.৩ ওভার)
(কুসল মেন্ডিস ৬৮, দিমুথ করুণারত্নে ৩, ধনঞ্জয়া ডি সিলভা ১৯, দানুশকা গুনাথিলাকা ১৩, দিনেশ চান্দিমাল ০, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা ১, দিলরুয়ান পেরেরা ৩১, আকিলা ধনঞ্জয়া ২০, রঙ্গনা হেরাথ ২, সুরঙ্গা লাকমল ৪*; মেহেদী হাসান মিরাজ ০/৫৪, আব্দুর রাজ্জাক ৪/৬৩, তাইজুল ইসলাম ৪/৮৩, মোস্তাফিজুর রহমান ২/১৭)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১০ (৪৫.৪ ওভার)
(তামিম ইকবাল ৪, ইমরুল কায়েস ১৯, মুমিনুল হক ০, মুশফিকুর রহিম ১, লিটন দাস ২৫, মেহেদী হাসান মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ রিয়াদ ১৭, সাব্বির রহমান ০, আব্দুর রাজ্জাক ১, তাইজুল ইসলাম ১, মোস্তাফিজুর রহমান ০; সুরঙ্গা লাকমল ৩/২৫, দিলরুয়ান পেরেরা ২/৩২, আকিলা ধনঞ্জয়া ৩/২০, রঙ্গনা হেরাথ ০/৩১)।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২০০/৮ (৬২ ওভার)
(দিমুথ করুণারত্নে ৩২, কুসল মেন্ডিস ৭, ধনঞ্জয়া ডি সিলভা ২৮, দানুশকা গুনাথিলাকা ১৭, দিনেশ চান্দিমাল ৩০, রোশেন সিলভা ৫৮*, নিরোশান ডিকওয়েলা ১০, দিলরুয়ান পেরেরা ৭, আকিলা ধনঞ্জয়া ০, সুরঙ্গা লাকমল ৭*; আব্দুর রাজ্জাক ১/৬০, মোস্তাফিজুর রহমান ৩/৩৫, তাইজুল ইসলাম ২/৭২, মেহেদী হাসান মিরাজ ২/২৯)।

আপনার মন্তব্য

আলোচিত