স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৮ ২১:০০

লজ্জার হারে সিরিজ খোয়াল অস্ট্রেলিয়া

বল টেম্পারিং ইস্যুতে খেলার কেন্দ্রবিন্দুতে থাকতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জয়ের পর ছিটকে গেছে একের পর এক বিতর্কিত কাণ্ডে।  চতুর্থ ও শেষ টেস্টে জোহানসবার্গেও অস্ট্রেলিয়া ছিটকে গেলো প্রায় ৯০ মিনিটের বোলিং তাণ্ডবে! ফিল্যান্ডারের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা শেষ টেস্ট জিতেছে ৪৯২ রানের বিশাল ব্যবধানে। তাতে ১৯৭০ সালের পর হোম সিরিজে অস্ট্রেলিয়াকে (৩-১ ব্যবধানে) হারানোর স্বাদ নিয়েছে প্রোটিয়ারা।

সিরিজটা স্বাগতিকদের জন্যে ঐতিহাসিক হলেও সফরকারী অস্ট্রেলিয়ার জন্যে ছিল বিষাদময়! স্টিভেন স্মিথ পরবর্তী টিম পেইনের দল তা টের পেয়েছে হাড়ে হাড়ে! টেস্ট জয়ে শেষ দিন খুব বেশি সময় নেয়নি প্রোটিয়ারা। ভারনন ফিল্যান্ডার একাই ১৩ ওভারের ঝড়ে গুটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ২১ রানের বিনিময়ে নিয়েছেন ৬ উইকেটে। অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ১১৯ রানে।

৬১২ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অতিথিরা যে ভুলেও জয়ের স্বপ্ন দেখেনি, সেটা নিশ্চিত। জোহানসবার্গে ড্র তো আসেইনি, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়েছে অসিরা। ফল, বড় পরাজয়ের সঙ্গে খোয়াতে হয়েছে সিরিজটাও।

এর আগে দু প্লেসির সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৬৬ রান তুলে স্বাগতিকরা ঘোষণা করে ইনিংসে। সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। তবে ভারনন ফিল্যান্ডারের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে সে চেষ্টার আশপাশেও যেতে পারেনি অতিথিরা।

আগের দিনের তিন উইকেটে ৮৮ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া এদিন মাত্র ৩১ রানে হারিয়েছে নিজেদের শেষ সাত উইকেট। ভারনন ফিল্যান্ডার বলা চলে একাই গুঁড়িয়ে দিয়েছেন সফরকারীদের।

টেস্ট ক্যারিয়ারের ১৩তম পাঁচ উইকেট নেওয়ার দিন মাত্র ২১ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ছয় উইকেট। টেস্টের জার্সিতে এটাই ফিল্যান্ডারের সেরা বোলিং। দলপতি ফাফ দু প্লেসির শতক ছাপিয়ে তাই ম্যাচ সেরার পুরস্কারটাও তাঁর।

চার ম্যাচের সিরিজে মোট ২৩ উইকেট নেওয়া প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা হয়েছে সিরিজ সেরা খেলোয়াড়।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৮৮।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২১।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৪৪/৬ ডিক্লে.

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৬১২) ৪৬.৪ ওভারে ১১৯ (রেনশ ৫, বার্নস ৪২, খাওয়াজা ৭, হ্যান্ডসকম ২৪, শন ৭, মিচেল ০, পেইন ৭, কামিন্স ১, লায়ন ৯, সেয়ার্স ০, হেইজেলউড ৯*; রাবাদা ০/১৬, ফিল্যান্ডার ৬/২১, মহারাজ ১/৪৭, মর্কেল ২/২৮, মারক্রাম ০/৬)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানে জয়ী।

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা।

ম্যান অব দ্য ম্যাচ: ভার্নন ফিল্যান্ডার।

ম্যান অব দ্য সিরিজ: কাগিসো রাবাদা।

আপনার মন্তব্য

আলোচিত