ক্রীড়া প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০১৮ ০৩:৩৬

হারতে বসা পিএসজির রক্ষা

লিগ ওয়ানের শিরোপা জেতা পিএসজি নিজেদের মাঠে হারতেই বসেছিল। দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে এডিনসন কাভানির জোড়া গোলে রক্ষা পেল দলটি।

রোববার রাতে গ্যাঁগোঁর সঙ্গে ২-২ ড্র করেছে উনাই এমেরির দল।

প্রথমার্ধের শেষ দিকে পিএসজি গোল খেয়ে বসে। কর্নারের পর ডি-বক্সের বাইরে বল পেয়ে যান গ্যাঁগোঁর লুদোভিচ ব্লাস। ফরাসি এই ফরোয়ার্ডের বাঁ-পায়ের জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ায়।

৬৮তম মিনিটে ফের এগিয়ে যায় গ্যাঁগোঁ। ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রাইন্দ ব্যবধান দ্বিগুণ করেন।

গোলের জন্যে মরিয়া পিএসজির অপেক্ষা শেষ হয় ৭৫তম মিনিটে। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি।

এর সাত মিনিট পর হার এড়ান কাভানি। তমাস মুনিয়ের ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন কাভানি।

লিগ ওয়ানের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৯৬ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি পিএসজি গড়েছিল ২০১৫-১৬ মৌসুমে। চলতি লিগে ৩৫ ম্যাচে ২৯ জয় ও চার ড্রয়ে দলটির পয়েন্ট ৯১। বাকি তিন ম্যাচে ৬ পয়েন্ট পেলেই নতুন রেকর্ড গড়বে তারা।

আপনার মন্তব্য

আলোচিত