স্পোর্টস ডেস্ক

০১ মে, ২০১৮ ১৩:০৪

ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে মেসি

মেসির হ্যাটট্রিকে লা লিগা খেতাব জয় নিশ্চিত করেছে বার্সেলোনা ৷ এই মৌসুমে লা লিগায় অপরাজিত থেকেই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা ৷এরপরই লা লিগায় নিজেদের সেরা বলে দাবি করলেন লিওনেল মেসি ৷ শুধু তাই নয়, বার্সার খেতাব নিশ্চিত করার পাশাপাশি ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’ জয়ের দৌড়েও সালাহকে টপকে গেলেন তিনি।

মেসির হ্যাটট্রিকে চার ম্যাচ বাকি থাকতেই রোববার লা লিগা খেতাব নিশ্চিত করেছে বার্সেলোনা ৷ এ নিয়ে বার্সার হয়ে ৪১তম হ্যাটট্রিট মেসির ৷ গত বছর ৩৭টি গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন বার্সা অধিনায়ক ৷

গত দশ বছরে এই নিয়ে সাতবার লা লিগা ট্রফি উঠল বার্সেলোনার ঘরে ৷ নিজেদের চার ম্যাচ বাকি থাকতেই বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা ৷ লিগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি তারা ৷ ৩৪ ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে ২৬টিতে ৷ ড্র হয়েছে ৮টি ম্যাচ ৷ ৩৪ রাউন্ড শেষে বার্সেলোনার সংগৃহীত পয়েন্ট ৮৬ ৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট তুলেছে ৷ যার অর্থ তারা বাকি তিনটি ম্যাচ জিতলে এবং মেসিরা শেষ চারটি ম্যাচ হারলেও বার্সেলোনাকে ধরা সম্ভব নয় অ্যাটলেটিকোর পক্ষে৷ তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে রয়েছে ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট৷

আপনার মন্তব্য

আলোচিত