স্পোর্টস ডেস্ক

০৩ জুন, ২০১৮ ১৮:০৩

দেরাদুনে রাতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান, রেকর্ডের অপেক্ষায় সাকিব

দেরাদুনের আজ রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এ ম্যাচে আরেকটি রেকর্ডের অপেক্ষার আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

রাজীব গান্ধী স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে আছে দুশ্চিন্তা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে দুই ধাপ এগিয়ে আফগানিস্তান। তাঁর উপর প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তান ‘এ’ দলের কাছে আট উইকেটের বিশাল পরাজয় মেনে নিতে হয়েছে সাকিব-মুশফিকদের।

এসব শঙ্কা কাটিয়ে উঠতে হলে সাকিবকেই নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। মাত্র দুটি উইকেট হলেই বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫ শত উইকেট নেওয়ার ‘এলিট ক্লাবে’ নাম উঠবে সাকিবের।

জ্যাক ক্যালিস এবং শহীদ আফ্রিদি ছাড়া এই রেকর্ড আর কোনো ক্রিকেটারের নেই। আফ্রিদি এবং ক্যালিসের রেকর্ডটি ছুঁতে ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়েছে।

অন্যদিকে সাকিবের এটি হবে মাত্র ৩০০ তম ম্যাচ! এদিক দিয়ে সাকিবকে অবশ্য সেরাদেরও সেরা বলা যেতেই পারে।

সাকিবের আইপিএল সতীর্থ লেগ স্পিনার রশিদ খানও আছেন আরেক রেকর্ডের অপেক্ষায়। আর একটি উইকেট হলেই টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করবেন এই আফগান ক্রিকেটার।

আপনার মন্তব্য

আলোচিত