স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৮ ১৫:৩৬

যেসব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই রাশিয়ায় লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপের। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজই মাঠে গড়াবে শিরোপা জয়ের লড়াই।

উদ্বোধনী দিনেই মাঠে নামবে বিশ্বকাপ আয়োজক দেশ রাশিয়া ও সৌদি আরব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রথম ম্যাচের আধঘণ্টা আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে পারফর্ম করবেন ব্রিটিশ সংগীত তারকা রবি উইলিয়ামস। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা, ব্রাজিলকে দু’বার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনালদোকেও দেখা যাবে উদ্বোধনী মঞ্চে।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ২১তম আসরে অংশ নিচ্ছে বিশ্বের ৩২টি দল। পুরো টুর্নামেন্টে হবে মোট ৬৪টি ম্যাচ। এই ম্যাচগুলো দেখা যাবে বাংলাদেশসহ বিশ্বের ১৩৫টি দেশের ২০০ এর বেশি টেলিভিশন চ্যানেলে।

এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে বাংলাদেশের মাছরাঙা টিভি ও নাগরিক টিভিতে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকেও বেশ কিছু ম্যাচ সম্প্রচার করা হবে।

বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও
রাশিয়া: আইটিভি
যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১
স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো
অস্ট্রেলিয়া-: এসবিএস, অপটাস স্পোর্টস
ভারত: সনি পিকচারস নেটওয়ার্ক
ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস (ব্রাজিল) চ্যানেলে খেলা সম্প্রচার হবে।

আপনার মন্তব্য

আলোচিত