স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৮ ০২:২৬

রোমাঞ্চকর ম্যাচে সমতায় স্পেন-পর্তুগাল

প্রতিবেশী দুই দেশের লড়াই যে উত্তাপ ছড়াবে, সেই প্রত্যাশা ছিল সবারই। তবে স্পেন-পর্তুগালের দ্বৈরথের উত্তেজনা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচই মঞ্চায়িত হলো সোচিতে। যেখানে ক্রিস্তিয়ানো রোনালদো হ্যাটট্রিকে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পর্তুগাল।

এর আগে স্পেনের বিপক্ষে আরও চার ম্যাচে মাঠে নেমেছিল পর্তুগিজ যুবরাজ। কিন্তু সেই চার দেখায় একবারও লা রোজাদের জালে বল পাঠানে পারেননি রোনালদো। অথচ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্পেনের বিপক্ষে তুলে নিলেন হ্যাটট্রিক। তুলে নিয়েছেন ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৫১ তম হ্যাটট্রিক। এছাড়া নাম লিখিয়েছেন বিশ্বকাপের ৫১ তম হ্যাটট্রিক করা খেলোয়াড় হিসেবে।

এমনকি এই ম্যাচের আগে তিনটি বিশ্বকাপে ১৩ ম্যাচ মাঠে নেমে সিঅারসেভেনের ছিল মাত্র ৩ গোল। অথচ ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজের নামের পাশে ৩ গোল লিখেছেন তিনি। পর্তুগিজ যুবরাজ জয় বঞ্চিত করেছে স্পেনকে। ম্যাচের ৮৮ মিনিটে গোল করার আগে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। দারুণ দুই গোল করেছেন স্পেন স্ট্রাইকার ডিয়াগো কস্তা। এছাড়া রোনালদোকে ফাউল করে পেনাল্টি উপহার দেওয়া ন্যাচো বক্সের বাইরে থেকে চোখ ধাঁধাঁনো এক গোল করে প্রায়শ্চিত করেন। কিন্তু দিনটি ছিল রোনালদোর। শেষ হলো রোনালদো ময়।

রোনালদো প্রথমে চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন। এরপর ২৪ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরায় স্পেন স্ট্রাইকার ডিয়াগো কস্তা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে আবার রোনালদো শো। ৪৪ মিনিটের মাথায় স্পেন গোলরক্ষক ডি গিয়াকে সোজাসুজি বল মারেন রোনালদো। কিন্তু গতির কাছে হার মানে সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক। সোজাসুজি মারা বলটি ধরতে পারেননি তিনি। তার পায়ে লেগে বল চলে যায় স্পেনের গোলে।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আবার সমতা ফেরান কস্তা। এরপর ৫৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ন্যাচো। কিন্তিু ৮৮ মিনিটে রোনালদোর হ্যাটট্রিক গোলে সব ম্লান হয়ে গেল। রোনালদোও অবশ্য আফসোস করতে পারেন এমন এক হ্যাটট্রিক করেও সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।

আপনার মন্তব্য

আলোচিত