স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৮ ২৩:১৭

লজ্জার হারে প্রথম টেস্ট শেষ বাংলাদেশের

অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিনেই গুটিয়ে গেল বাংলাদেশ। ক্যারিবীয়রা এক ইনিংসে যে রান করে, তা দুইবার ব্যাটিংয়ে নেমেও করতে পারেনি বাংলাদেশ। যে কারণে ইনিংস ও ২১৯ রানে হেরে যায় সাকিব বাহিনী।

তৃতীয় দিনের লাঞ্চের আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শেষ করেছে ১৪৪ রানে। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪০৬ রানের অর্ধেকটাও করতে পারেনি সফরকারীরা!

দ্বিতীয় দিনে ক্যারিবিয়ানরা অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৬ রানে ৩ উইকেট হারানো টাইগাররা দিন শেষ করে ৬ উইকেটে ৬২ রানে। ম্যাচের ফল তখনই নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রশ্ন ছিল- ছন্নছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশ তৃতীয় দিনে কতটা সময় খেলতে পারবে?

নুরুলের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অপেক্ষা থাকতে হয়েছে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ওয়ানডে মেজাজে ব্যাট করে ৭৪ বলে খেলেন তিনি ৬৪ রানের ইনিংস। মিগেল কামিন্সের শিকার হয়ে তার ফেরার ২ বল পরই বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৪৪ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া রুবেল হোসেন করেছেন দ্বিতীয় ইনিংসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান।

প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা শ্যানন গ্যাব্রিয়েল জ্বলে উঠেছিলেন দ্বিতীয় ইনিংসে। ৭৭ রান খরচায় এই পেসারের শিকার ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। আর মিগেল কামিন্স নামের পাশে যোগ করেছেন ২ উইকেট। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বল না করলেও প্রথম ইনিংসে বাংলাদেশকে ধসিয়ে দিতে ৫ উইকেট পাওয়া কেমার রোচ হয়েছেন ম্যাচসেরা।

দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে শুরু জ্যামাইকায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৮.৪ ওভারে ৪৩ (তামিম ৪, লিটন ২৫, মুমিনুল ১, মুশফিক ০, সাকিব ০, মাহমুদউল্লাহ ০, সোহান ৪, মিরাজ ১, রাব্বি ০, রুবেল ৬*, আবু জায়েদ ২; রোচ ৫/৮, গ্যাব্রিয়েল ০/১৪, হোল্ডার ২/১০, কামিন্স ৩/১১)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৭.৩ ওভারে ৪০৬ (আগের দিন ২০১/২) (ব্র্যাথওয়েট ১২১, বিশু ১৯, হোপ ৬৭, চেইস ২, ডাওরিচ ৪, হোল্ডার ৩৩, রোচ ৩৩, কামিন্স ১*, গ্যাব্রিয়েল ৫; আবু জায়েদ ৩/৮৪, রুবেল ০/৪৪, কামরুল ১/৬৯, সাকিব ২/৭১, মিরাজ ৩/১০১, মাহমুদউল্লাহ ১/১৮, মুমিনুল ০/৮)।

বাংলাদেশ ২য় ইনিংস: ৪০.২ ওভারে ১৪৪ (আগের দিন ৬২/৬) (তামিম ১৩, লিটন ২, মুমিনুল ০, মুশফিক ৮, সাকিব ১২, মাহমুদউল্লাহ ১৫, মিরাজ ২, সোহান ৬৪, রুবেল ১৬, আবু জায়েদ ০*; গ্যাব্রিয়েল ৫/৭৭, হোল্ডার ৩/৩০, কামিন্স ২/১৬, বিশু ০/১৬, চেইস ০/৪)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কেমার রোচ

আপনার মন্তব্য

আলোচিত