স্পোর্টস ডেস্ক

০৯ জুলাই, ২০১৮ ০০:৪৫

স্পেনের দায়িত্ব ছাড়লেন ফের্নান্দো ইয়েররো

রাশিয়া বিশ্বকাপ শুরুর একদিন আগে স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া ফের্নান্দো ইয়েররো সরে দাঁড়িয়েছেন। ফিরবেন না স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ক্রীড়া পরিচালকের পদেও।

রোববার আরএফইএফ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

হুলেন লোপেতেগির অধীনে বিশ্বকাপ খেলতে রাশিয়ায় পা রাখে স্পেন দল। তবে বিশ্বকাপ শুরুর এক দিন ঘোষণা আসে, টুর্নামেন্টটি শেষে ৫১ বছর বয়সী এই কোচ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন লোপেতেগিকে বরখাস্ত করে আরএফইএফ। তার স্থলাভিষিক্ত হন ইয়েররো।

নতুন কোচের অধীনে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় ওঠে স্পেন। কিন্তু শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগে থেকেই ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর কোচের ভূমিকায় থাকবেন না ইয়েরো। আরএফইএফ জানিয়েছে, শুধু কোচ নয়, সংস্থাটির কোনো ভূমিকাতেই আর থাকছেন না তিনি। কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেওয়ায় এবং তার কাজের জন্য ৫০ বছর বয়সী ইয়েররোকে ধন্যবাদ জানিয়েছে আরএফইএফ।

আপনার মন্তব্য

আলোচিত