স্পোর্টস ডেস্ক

০৯ জুলাই, ২০১৮ ০১:০৯

‘গোল্ডেন বল’ জিতেছিলেন যারা

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হলেও ১৯৮২ বিশ্বকাপ থেকে অ্যাডিডাস ও ফরাসি ফুটবল পত্রিকা ‘ফ্রান্স ফুটবল’র উদ্যোগে ফিফা শুরু করে ‘গোল্ডেন বল’ পুরস্কারের প্রচলন।

শুধু যে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়ই টুর্নামেন্ট সেরা হবেন তেমনটা নয়। বরং রানার্সআপ কিংবা অন্যান্য দলের খেলোয়াড়রাও জিতেছেন এই পুরস্কার। শেষ তিন আসরে যারা জিতেছেন গোল্ডেন বল তাদের দল কিন্তু জিততে পারেনি বিশ্বকাপ।

গোল্ডেন বলের প্রচলন শুরু হয়েছিল যে আসরে, সেই আসরে সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছিলেন পাওলো রসি।

মাঠে গড়ানো শেষ বিশ্বকাপের আসর ছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে জার্মানির কাছে হেরে গেলেও গোল্ডেন বল উঠেছিল মেসির হাতেই।

শুধু যে ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা ফরোয়ার্ডরাই জিতেছেন গোল্ডেন বল, তেমনটা কিন্তু নয়। ২০০২ বিশ্বকাপে কিন্তু সেরা গোল্ডেন বল জিতেছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ গোলকিপিং করা অলিভার কান। এখন পর্যন্ত বিশ্বকাপে একমাত্র গোলরক্ষক হিসেবে এই জার্মান জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ীরা:
১৯৮২ বিশ্বকাপ : পাওলো রসি (ইতালি)
১৯৮৬ বিশ্বকাপ : দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
১৯৯০ বিশ্বকাপ : সালভাতোরে স্কিলাচি (ইতালি)
১৯৯৪ বিশ্বকাপ : রোমারিও (ব্রাজিল)
১৯৯৮ বিশ্বকাপ : রোনালদো (ব্রাজিল)
২০০২ বিশ্বকাপ : অলিভার কান (জার্মানি)
২০০৬ বিশ্বকাপ : জিনেদিন জিদান (ফ্রান্স)
২০১০ বিশ্বকাপ : দিয়েগো ফোরলান (উরুগুয়ে)
২০১৪ বিশ্বকাপ : লিওনেল মেসি (আর্জেন্টিনা)

আপনার মন্তব্য

আলোচিত