স্পোর্টস ডেস্ক

১২ জুলাই, ২০১৮ ১৩:০৫

ট্রান্সফার ফির শীর্ষ পাঁচে রোনালদো

১১ কোটি ২০ লাখ ইউরোয় জুভেন্টাসে যোগ দেওয়ার মধ্য দিয়ে ট্রান্সফার ফির রেকর্ডের তালিকার সেরা পাঁচে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। তবে ট্রান্সফার ফি ত্রিশোর্ধ যেকোনো ফুটবলারের জন্যে সর্বোচ্চ।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি ৯ কোটি ৪০ ইউরোতে রিয়ালে যোগ দিয়েছিলেন রোনালদো। এখনও যা রেকর্ড ট্রান্সফারের সেরা দশে আছে।

রোনালদো ছাড়াও সেরা দশে দুইবার জায়গা পেয়েছেন গত বছরের আগস্টে বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যাওয়া নেইমার। ২০১৩ সালে ৮ কোটি ৬২ লাখ ইউরোয় সান্তোস থেকে ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনায় যোগ দেওয়াটা দশম সর্বোচ্চ দল-বদল।

আর গত বছর মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন কিলিয়ান এমবাপে। তবে চুক্তির শর্ত অনুযায়ী, এবারের দল-বদলে ফরাসি ফরোয়ার্ডকে ১৮ কোটি ইউরোয় কেনার কথা প্যারিসের ক্লাবটির। ট্রান্সফারের তালিকায় এটি জায়গা পেয়েছে দ্বিতীয় স্থানে।

সেরা ১০ ট্রান্সফার:

  • নেইমার: বার্সেলোনা থেকে পিএসজি – ২২ কোটি ২০ লাখ ইউরো
  • কিলিয়ান এমবাপে: মোনাকো থেকে পিএসজি – ১৮ কোটি ইউরো
  • ফিলিপে কৌতিনিয়ো: লিভারপুল থেকে বার্সেলোনা – ১৬ কোটি ইউরো
  • ক্রিশ্চিয়ানো রোনালদো: রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাস – ১১ কোটি ২০ লাখ ইউরো
  • উসমান দেম্বেলে: বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনা – ১০ কোটি ৫ লাখ ইউরো
  • পল পগবা: জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড – ১০ কোটি ৫ লাখ ইউরো
  • গ্যারেথ বেল: টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদ – ১০ কোটি ৮ লাখ ইউরো
  • ক্রিশ্চিয়ানো রোনালদো: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ – ৯ কোটি ৪০ লাখ ইউরো
  • গনসালো হিগুয়াইন: নাপোলি থেকে জুভেন্টাস – ৯ কোটি ইউরো
  • নেইমার: সান্তোস থেকে বার্সেলোনা – ৮ কোটি ৬২ লাখ ইউরো

আপনার মন্তব্য

আলোচিত