স্পোর্টস ডেস্ক

১২ জুলাই, ২০১৮ ১৭:৪৭

ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনেই হারল বাংলাদেশ ‘এ’ দল

সিলেটে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ইনিংসে হারল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের তৃতীয় আনঅফিসিয়াল ম্যাচের আড়াই দিনেই শ্রীলঙ্কা জিতেছে ইনিংস ও ৩৮ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল ১৬৭ রান করার পর শ্রীলঙ্কা ‘এ’ দল ৩১২ রান সংগ্রহ করে। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে আগের দিনের ১ উইকেটে করা ৫৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে টাইগাররা। এদিন আর মাত্র ৫০ রান যোগ করতেই ৯ উইকেট পড়ে স্বাগতিকদের। ফলে ১৪৫ রানের লিড পাওয়া সফরকারীরা ম্যাচটা জিতে নিয়েছে ইনিংস ব্যবধানে।

সকলে মাত্র ১১ রান যোগ করতেই ৫ উইকেট খোয়ায় বাংলাদেশ ‘এ’ দল। আগের দিনের এক উইকেট সহ তাই ৬ উইকেটে ৬৯ রানে পরিণত হয় স্বাগতিকরা। সাইফ হাসান ও সাঞ্জামুল সপ্তম উইকেটে ২৮ রান যোগ করেন। সাঞ্জামুল ১৬ রান করে ফিরে যান। এরপর গুটিয়ে যেতে সময় লাগেনি ‘এ’ দলের। ১৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন সাইফ।

বাংলাদেশ ‘এ’ দল আসলে মালিন্দা পুষ্পকুমারার স্পিন বিষে নীল হয়েছে। ৬ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন সিহান জয়সুরিয়া ও প্রবাথ জয়সুরিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৬২.৩ ওভারে ১৬৭ (সাদমান ৯, সৌম্য ১৪, মিজানুর ১৪, সাইফ ৭, জাকির ৪২, মিঠুন ৩, আফিফ ১২, সানজামুল ৪১, নাঈম ২২, মুস্তাফিজ ০, খালেদ ১*; ফার্নান্দো ১/২৯, মাদুশাঙ্কা ০/২৮, শেহান জয়াসুরিয়ান ৩/৪৭, পুস্পকুমারা  ৩/৪৮, প্রবাথ জয়াসুরিয়া ৩/১২, প্রিয়াঞ্জন ০/২)।

শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস: ৮১.১ ওভারে ৩১২ (আগের দিন ৭৮/৩) (সামারাবিক্রমা ৫, শেহান জয়াসুরিয়া ১৪২, থিরিমান্নে ১২, প্রিয়াঞ্জন ০, আসালাঙ্কা ৭, শাম্মু ৬০, সারাথচন্দ্রা ৩৩, মাদুশাঙ্কা ১২, পুস্পকুমারা ২৭, প্রবাথ জয়াসুরিয়া ১, ফার্নান্দো ০*; খালেদ ১৭-৩-৪৯-০, সৌম্য ৫-২-১১-১, মুস্তাফিজ ১১-১-৪৪-৩, নাঈম ১৯-০-৯৫-২, সানজামুল ২৮.১-৪-১০৪-৪, আফিফ ১-০-২-০)।

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ৪৫.৩ ওভারে ১০৭ (সাদমান ১৯, সৌম্য ২৮, মিজানুর ১৩, সাইফ ১৭, জাকির ৩, মিঠুন ০, আফিফ ০, সানজামুল ১৬, নাঈম ৮, মুস্তাফিজ ০*, খালেদ ১; শেহান জয়াসুরিয়া ২/২৩, মাদুশাঙ্কা ০/৯, প্রিয়াঞ্জন ০/৫, পুস্পকুমারা ৬/৪৬, প্রবাথ জয়াসুরিয়া ২/২২)।

ফল: শ্রীলঙ্কা ‘এ’ ইনিংস ও ৩৮ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ ১-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শেহান জয়াসুরিয়া।

আগামী ১৭, ১৯ ও ২১ জুলাই তিনটি একদিনের আনঅফিসিয়াল ম্যাচ খেলবে দুই দল।

আপনার মন্তব্য

আলোচিত