স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০১৮ ১৩:৪৬

ঘুরে দাঁড়ানোর আশা মাশরাফির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গায়ানায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

অধিনায়ক মাশরাফি জানালেন নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।

টেস্টের হতাশা ভুলে ওয়ানডেতে সাফল্যে আশাবাদী মাশরাফি বলেন, ‘আগের সব হতাশা ভুলে যেতে চাই। মাঠে নামতে চাই নতুন উদ্যমে। এটা ঠিক ওয়ানডে ক্রিকেটে সাফল্য পাওয়া খুব একটা সহজ নয়, তবে আমাদের কম্বিনেশনটা বেশ ভালো। আশা করছি ভালো কিছু করা সম্ভব হবে।’

টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা একরকম ব্যর্থ হয়েছে। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস ওয়ানডেতে তারা ঘুরে দাঁড়াতে পারবে, ‘সত্যি কথা বলতে কি, ক্যারিবীয় বোলারদের বিপক্ষে তাদেরই মাটিতে ভালো ব্যাটিং করা সব সময়ই চ্যালেঞ্জের। কাজটা কঠিন হলেও আমার বিশ্বাস ব্যাটসম্যানরা চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো কিছু করতে পারবে।’

অবশ্য এই গায়ানায় বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এই মাঠে একটি মাত্র ম্যাচ খেলেছিল বাংলাদেশ, ২০০৭ সালের বিশ্বকাপে। সে ম্যাচে হাবিবুল বাশারের দল ৬৭ রানে হারিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাকে। মোহাম্মদ আশরাফুল খেলেছিল ৮৭ রানের এক ইনিংস।

আপনার মন্তব্য

আলোচিত