স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০১৮ ১৮:১৪

সিরিজ নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট সিরিজের হতাশা দূরে ঠেলে দাপটে খেলেই প্রথম ওয়ানডে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের পথেই ছিল। জয়টা এসে গিয়েছিল হাতের মুঠোয়। কিন্তু শেষ দিকে স্নায়ুর চাপটা নিতে পারেননি মুশফিকুর রহিম, সাব্বির রহমানরা। ৩ রানের নাটকীয় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আজ তৃতীয় ও শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে তাই অলিখিত ফাইনাল। কে জিতবে সিরিজ- বাংলাদেশ, না ওয়েস্ট ইন্ডিজ? জবাব মিলবে আরো কয়েক ঘণ্টা পর। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

টাইগাররা কি পারবে অতীত ভুলে পূর্ণোদ্দমে ঝাঁপিয়ে পড়ে ওয়ানডে সিরিজটা ছিনিয়ে আনতে! এর উত্তর মিলবে আজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। গত ম্যাচ হাতছাড়া করার হতাশা কাটিয়ে সিরিজ জয় করতে চায় সফরাকারীরা। অন্যদিকে, প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানো ক্যারিবীয়রাও জয়ের বিকল্প ভাবছে না। গায়নায় দাপটের সাথে সিরিজের প্রথম ওয়ানডে জিতে টেস্ট সিরিজের দুঃস্বপ্ন তাড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই তীরে এসে তরী ডোবালো সাকিব-মুশফিকরা।

ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে লাল সবুজের প্রতিনিধিরা। জেতা ম্যাচ হাতছাড়া করার হতাশা কাটিয়ে, র‍্যাংকিংয়ে দুই ধাপ নীচের সারির দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ই মাশরাফিদের লক্ষ্য। এজন্য সেইন্ট কিটসের পরিচিত কন্ডিশন কাজে লাগাতে চায় সফরকারীরা। তবে, সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিলেও জুনিয়রদরে ধারাবাহিক ব্যর্থতা ভাবিয়ে তুলেছে টাইগার টিম ম্যানজম্যান্টকে।

এদিকে, নিশ্চিত হার থেকে সিরিজ জয়ের সুযোগ পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ওয়েস্ট ইন্ডিজ। পুরো সিরিজ জুড়ে এক হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরি নিয়ে দারুণ ফর্মে রয়েছেন তরুণ বাহাতি ব্যাটসম্যান শিমরান হেটমেয়ার। এই হাইভোল্টজ ম্যাচেও জ্বলে উঠার প্রত্যাশায় করছে ক্যারিবীয় টিম ম্যানেজম্যান্ট। তবে তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেস বোলারদের বাজে ফর্ম।

আপনার মন্তব্য

আলোচিত