স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট, ২০১৮ ০৮:২৮

বাংলাদেশের সংগ্রহ ১৪৩

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সাফল্যের খোঁজে নামা বাংলাদেশ সেন্ট কিটসে প্রথম ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে মাহমুদউল্লাহ প্রতিরোধ গড়লেও পুঁজিটা বড় করতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারের প্রথম ম্যাচে ৯ উইকেটে ১৪৩ রান করেছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে টাইগাররা। সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফিরে যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। অ্যাশলে নার্সের করা ওভারের প্রথম বলেই স্ট্যাম্পিং হয়েছেন তামিম ইকবাল। এক বলে শূন্য রান করেছেন তিনি। ওভারের চতুর্থ বলে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। তিনিও এক বলে শূন্য রান করেছেন।

তামিম-সৌম্য ফিরে যাওয়ার পর ঝলক দেখাতে শুরু করেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের ষষ্ঠ ওভারে পরপর দুই বলে সাজঘরে ফিরে যান লিটন দাস ও সাকিব আল হাসান। কিমো পলের করা ওভারের দ্বিতীয় বলে আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ হন লিটন দাস। ২১ বল খেলে ২৪ রান করেন তিনি। তৃতীয় বলে কেজরিক উইলিয়ামসের হাতে ধরা পড়েন সাকিব আল হাসান। ১০ বল খেলে ১৯ রান করেন টাইগার অধিনায়ক।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। কেজরিক উইলিয়ামসের করা ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে রভম্যান পাওয়েলের হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম। ১১ বল খেলে ১৫ রান করেন তিনি। আন্দ্রে রাসেলের করা ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে বোল্ড হন আরিফুল হক। ১৮ বল খেলে ১৫ রান করেন তিনি।

ইনিংসের ১৭তম ওভারে কেজরিক উইলিয়ামসের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ৩৫ রান করেন তিনি। ১৯তম ওভারে বোলিংয়ে এসে দুইটি উইকেট শিকার করেন কেজরিক উইলিয়ামস। ওভারের প্রথম বলে অ্যাশলে নার্সের হাতে ক্যাচ হন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় বলে দিনেশ রামদিনের হাতে ক্যাচ হন নাজমুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হবে বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ইনিংস: ১৪৩/৯ (২০ ওভার)

(তামিম ইকবাল ০, সৌম্য সরকার ০, লিটন দাস ২৪, সাকিব আল হাসান ১৯, মুশফিকুর রহিম ১৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, আরিফুল হক ১৫, মেহেদী হাসান মিরাজ ১১, নাজমুল ইসলাম অপু ৭, রুবেল হোসেন ২*, মোস্তাফিজুর রহমান ৩*; অ্যাশলে নার্স ২/৬, আন্দ্রে রাসেল ১/২৭, স্যামুয়েল বাদরি ০/৩৫, কিমো পল ২/২৪, কার্লোস ব্র্যাথওয়েট ০/২১, কেজরিক উইলিয়ামস ৪/২৮)।

আপনার মন্তব্য

আলোচিত