স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০১৮ ২১:১৪

২৫টি সেলাই পড়েছে অপুর হাতে

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই আনন্দে মাতোয়ারা সবাই। তবে এই আনন্দে সামিল হতে পারছেন না স্পিনার নাজমুল ইসলাম অপু। সিরিজ জয়ের পর ট্রেডমার্ক ‘নাগিন ড্যান্স’ করে সবাইকে মাতিয়ে রাখার কথা ছিল অপুর। অথচ সেই অপুই কিনা হাতে ২৫ সেলাই নিয়ে বসে আছেন গোমরা মুখে।

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ী দলের নাম বাংলাদেশ। জয় পাওয়া প্রথম ম্যাচের অন্যতম নায়ক ছিলেন নাজমুল ইসলাম অপু, পেয়েছিলেন ৩ উইকেট। শেষ ওভারে ১৫ রান ডিফেন্স করতে যেয়ে দিয়েছিলেন ২ রান। হতে পারতেন শেষ ম্যাচের জয়েরও পার্শ্বনায়ক। তবে স্পিন নির্ভর উইকেটে মাত্র ৩ বল করেই মাঠ ছাড়তে হয় অপুকে।

ঘটনা ঘটে উইন্ডিজদের ইনিংসের পঞ্চম ওভারে। বল করতে আসেন নাজমুল ইসলাম অপু। প্রথম ৩ বল থেকে মাত্র ২ রান দেন অপু। তবে তৃতীয় বলে ফলো থ্রুতে বল ধরতে গেলে ঘটে দুর্ঘটনা। নন স্ট্রাইকে থাকা চ্যাডউইক ওয়ালটনের বুট পাড়া দেয় অপুর বাঁহাতে। তৎক্ষণাৎ ব্যথা নিয়ে মাঠ ছাড়েন অপু, সোজা যান হাসপাতালে। ওভারের বাকি বল গুলো করেন সৌম্য সরকার।

সোমবার (৬ আগস্ট) সংবাদ মাধ্যমকে মাত্রই শেষ হওয়া সিরিজে টাইগার ম্যানেজার রাবিদ ইমাম অপুর হাতের অবস্থা জানাতে যেয়ে জানান, ‘অপুর হাতে ২৫টি সেলাই লেগেছে। ১০-১২ দিন পরে ওর সেলাই খোলা হবে। এরপর আমরা করণীয় ঠিক করবো।’

আপনার মন্তব্য

আলোচিত