স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০১৮ ২৩:২০

টি-২০ র‌্যাঙ্কিংয়ে সাকিব-তামিমের উন্নতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ এ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সোমবার ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ১৯ রানে জয় পায় বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের মতো টি-টুয়েন্টিতেও দারুণ পারফর্ম করেছেন তামিম ইকবাল ও অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন তামিম। যেখানে দারুণ খেলেন সাকিবও। সিরিজ সেরার পুরস্কার তো হাতে উঠেছে বাংলাদেশ অধিনায়কেরই।

ক্যারিবীয়দের বিপক্ষে টি-টুয়েন্টিতে সাকিব-তামিমদের এই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন এই তারকা ক্রিকেটাররা।

টি-২০'র বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ১০৩ রান করেন অধিনায়ক সাকিব। ফলে আট ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন সিরিজের সেরা খেলোয়াড়।

বাংলাদেশের আরেক তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল সিরিজে ৯৫ রান করেন। এতে ছয় ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন তিনি।

এছাড়া সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৩২ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া লিটন দাস ২২ ধাপ এগিয়ে আছেন ৭১ নম্বরে। অন্যদিকে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ সিরিজে ৩৫, ১৩* ও ৩২* রানের তিনটি ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন।

আপনার মন্তব্য

আলোচিত