স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩২

নতুনত্ব আসছে বিপিএলে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগেই পরিবর্তন এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে। চলতি বছরের অক্টোবরের পরিবর্তে বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ সালের জানুয়ারিতে।

সময়ের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও এসেছে বেশ কিছু পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাচ্ছে গত পাঁচ আসরের তুলনায় ষষ্ঠ আসরকে ঢেলে সাজাতে। তার জন্য কয়েকটি উদ্যোগও হাতে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

শনিবার বিসিবিতে বিপিএলের ফ্র্যান্সাইজি মালিকদের সঙ্গে অনেকক্ষণ ধরে চলে সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এ.এইচ মল্লিক পরিবর্তনের কথা জানান গণমাধ্যম কর্মীদের।

তিনি জানান, আগামী ২৫ অক্টোবর হবে প্লেয়ার ড্রাফট পর্ব। এছাড়াও থাকছে রিভিউ সিস্টেম। আগামী বছর ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন শেখ সোহেল।

আসন্ন বিপিএলে রিভিউ সিস্টেমই বলা যায় নতুন। বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টই রিভিউ সিস্টেম ব্যবহার করে আসছে গত কয়েক বছর ধরে।

এছাড়াও গত বিপিএলে এক দলে পাঁচজন করে বিদেশী খেলোয়াড় খেলানোতেও কম কথা উঠেনি। এই বিষয় নিয়েও আলোচনা হয়। তবে পরবর্তী সভায় জানানো হবে বলে জানিয়েছে বিপিএল কমিটি।

এছাড়াও মল্লিক জানান, প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। কোন চারজনকে রাখা হবে সেটা সেপ্টেম্বরের মধ্যেই বিপিএল কমিটির কাছে জমা দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিদের এবারের ড্রাফটে থাকতে হবে। যারা গতবার ড্রাফটে ছিলেন না, তাদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে।

আসন্ন বিপিএলের প্রতি ম্যাচে একজন করে বিদেশী আম্পায়ার রাখার কথাও জানান এ.এইচ মল্লিক।

আপনার মন্তব্য

আলোচিত