স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:০৪

কার্ডিফের বিপক্ষে আর্সেনালের জয়

কার্ডিফ সিটির বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল।

কার্ডিফের মাঠে রোববার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ৩-২ গোলে জিতেছে উনাই এমেরির দল।

পেতর চেকের ভুলে ম্যাচের নবম মিনিটেই গোল খেতে বসেছিল আর্সেনাল। চেক রিপাবলিকের গোলরক্ষক প্রতিপক্ষের মিডফিল্ডার হ্যারি আর্টারকে পাস দিয়ে বসেন। তবে উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগটা নষ্ট করেন আইরিশ এই ফুটবলার।

একাদশ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার কর্নারে জোরালো হেডে গোলটি করেন জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো; কিন্তু ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতের জোরালো নিচু শট পোস্টে বাধা পায়।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে উল্টো গোল খেয়ে বসে আর্সেনাল। সতীর্থের ক্রসে বল ডি-বক্সে পেয়ে সমতা টানেন স্প্যানিশ মিডফিল্ডার ভিক্তর কামারাসা।

৬২তম মিনিটে ফরাসি স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। আর ৭০তম মিনিটে ফরোয়ার্ড ড্যানি ওয়ার্ডের হেডে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে স্বাগতিকরা।

৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন লাকাজেত। উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তররেইরার পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে উঁচু জোরালো শটে বল জালে পাঠান তিনি।

চার ম্যাচে দুই জয়ে আর্সেনালের পয়েন্ট ৬।

চার ম্যাচের সবকটিতে জেতা লিভারপুল ও চেলসির পয়েন্ট সমান ১২। আর ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১০।

আপনার মন্তব্য

আলোচিত