স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:৪৭

হুয়েস্কার জালে বার্সেলোনার গোল উৎসব

সোসিয়েদাদ দেপোর্তিভা হুয়েস্কা প্রথমবারের মত উঠে এসেছে লা লিগায়, আর গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে দিতে হয় কঠিন পরীক্ষা তাদের। ম্যাচ শেষ হয় গোলবন্যায়, আর তাতে ৮ গোল হজমের বিপরিতে দিতে পারে তারা মাত্র ২ গোল।

রোববার কাম্প নউয়ে স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচটি ৮-২ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

ম্যাচের মাত্র ৩য় মিনিট; কাম্প নউকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় হুয়েস্কা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে সামুয়েলে লঙ্গোর হেডের পর গোলমুখ থেকে টোকা দিয়ে বল জালে পাঠান কলম্বিয়ার ফরোয়ার্ড কুচো এরনান্দেস।

ষোড়শ মিনিটে ইভান রাকিতিচের পাস থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান মেসি।

২৪তম মিনিটে জর্দি আলবার নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন অতিথিদের স্প্যানিশ ডিফেন্ডার হোর্হে পুলিদো।

৩৯তম মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল গোলমুখে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সুয়ারেস।

৪২তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-২ করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলেহান্দ্রো গাইয়ার।

৪৮তম মিনিটে সুয়ারেসের রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান উসমান দেম্বেলে।

৫২তম মিনিটে মেসির বাড়ানো বল ডান দিকে পেয়ে হাফ-ভলিতে দলের পঞ্চম গোলটি করেন ইভান রাকিতিচ।

৬১তম মিনিটে পাল্টা আক্রমণে বাঁ পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা চতুর্থ গোল। আলাভেসকে ৩-০ ব্যবধানে উড়িয়ে লিগ শুরুর ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা।সফল স্পট কিকে নিজের দ্বিতীয় ও দলের অষ্টম গোলটি করেন সুয়ারেস।

আপনার মন্তব্য

আলোচিত