স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই, ২০১৫ ১৬:২০

৪ বছর পর ভারতীয় টেস্টে ফিরছেন অমিত মিশ্রা

আগামীমাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলা সবসময়ই কঠিন। আর এই সফরের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে ভারত। লেগ স্পিনার অমিত মিশ্রাকে দলে নিয়েছে ভারতীয় নির্বাচক মণ্ডলী। আর তা করতে গিয়ে বাংলাদেশ সফর করে যাওয়া কর্ন শর্মাকে বাদ দেয়া হয়েছে। বাংলাদেশ সফর করা দলে এই একটি পরিবর্তনই এনেছে ভারত।


৩২ বছরের মিশ্রা ২০১১ সালের ইংল্যান্ড সফরের পর আর কোনো টেস্টই খেলেন নি। সেবার দুই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন ১০৬.৬৬ গড়ে। ২০১৪-১৫ রঞ্জি ট্রফিতে মিশ্রা খেলেছেন ৬ ম্যাচ। ২০.৪০ গড়ে শিকার করেছেন ১০ উইকেট। কর্ন ইনজুরিতে। মোহাম্মদ সামিও। ডেঙ্গুর কারণে বাংলাদেশ সফর মিস করা লোকেশ রাহুল ঠিকই আছেন দলে।


শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), বরুন অ্যারন, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, হরভজন সিং, ভূবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, অমিত মিশ্রা, রোহিত শর্মা, মুরালি বিজয়, উমেশ যাদব, লোকেশ রাহুল।  

আপনার মন্তব্য

আলোচিত