স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৮ ১১:২৮

বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

গ্যারেথ বেলের হ্যাটট্রিকে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

অথচ চোটে পড়ে খেলতে না পারার শঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছেন বেল। মজার বিষয় হচ্ছে জাপানের এই ক্লাবের বিপক্ষেই ২০১৬ সালের ফাইনালের ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। বাগিয়েছিল এই প্রতিযোগিতায় নিজেদের দুই নম্বর শিরোপাটি।

কাশিমা অ্যান্টলার্স মাঠে নেমেছিল প্রতিশোধের আগুনে পুড়তে থেকে। ২০১৬ সালের ফাইনালে হারের জবাব দেওয়ার সুযোগও পেয়েছিল ম্যাচে গা গরম হয়ে ওঠার আগেই। তবে খেলার তৃতীয় মিনিটে রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। কাশিমা অ্যান্টলার্সের সের্জিনিয়োর শট কোনোমতে ঠেকান কর্তোয়া। তাও কর্নারের বিনিময়ে। কাশিমা অ্যান্টলার্সের কর্নার শটটিও ছিল দারুণ। তবে হাওয়ায় ভাসানো বল ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেননি গেন সোজি। তার মাথা ছুঁয়ে বল চলে যায় ভুল ঠিকানায়।

এরপর রিয়াল মাদ্রিদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে জাপানি ক্লাবটি। তবে গোল পেতে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় সোলারির শিষ্যদের।

৪৪তম মিনিটে মার্সেলোকে বল বাড়িয়ে দিয়ে ডি বক্সে দ্রুত সুবিধাজনক জায়গা খুঁজে নেন বেল। রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাড়ানো ফিরতি বলে ঠিকানা লিখে দেন গ্যারেথ বেল।

বেলের দ্বিতীয় গোলটি আসে প্রতিপক্ষের ভুলে। ম্যাচের ৫৩তম মিনিটে ফাঁকায় বল পেয়ে বেল কিন্তু ভুল করেননি। মিনিট দুয়েক পর আবরাও মার্সেলোর বাড়ানো বল থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বেল।

কাশিমা অ্যান্টলার্স ব্যবধান কমায় শোমা দইয়ের গোলে। ৭৮তম মিনিটে দইয়ের গোলে ব্যবধান কমলেও খেলায় ফিরতে পারেনি কাশিমা অ্যান্টলার্স। বরং এর আগেই গোলসংখ্যা আরও বাড়াতে পারতেন বেলের বদলি হিসেবে নামা অ্যাসেনসিও। রিয়ালের হয়ে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেছেন বেনজেমাও।

শনিবারের ফাইনালে এখানেই রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্বাগতিক আল আইনের। জিতলেই টানা তিনবার শিরোপা ঘরে তোলার রেকর্ড বইয়ে নাম লেখাবেন বেল-বেনজেমারা।

আপনার মন্তব্য

আলোচিত