০৬ মার্চ, ২০২০ ১৯:৩৫
দেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়লেন লিটন দাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিমের গড়া সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও ভেঙে করে নেন নিজের। এদিন লিটন করেন ১৭৬ রান।
আগের ম্যাচে নিজের পুরোনো রেকর্ড ভেঙে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। দুই দিনের ব্যবধানে দেশ সেরা এ ওপেনারের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস।
জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার ১৪৩ বল খেলে ১৬টি চার ও ৮টি দৃষ্টি নন্দন ছক্কার সাহায্যে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন দাস। পরেই তিনি আউট হয়ে ফিরেন প্যাভিলিয়নে।
এর আগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে খেলা নির্ধারিত হয়। খেলা শেষ হওয়ার ১৩ আগে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয় ফেরেন লিটন। তার আগে দেশের ক্রিকেটে ইতিহাস গড়েন তিনি।
আপনার মন্তব্য