সিলেটটুডে ডেস্ক

১৯ মে, ২০২০ ২০:৪৩

টুকদিরাই-জগদল সড়ক: লাইসেন্সবিহীন চালকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

সুনামগঞ্জের দিরাই উপজেলার টুকদিরাই-জগদল সড়কে প্রতিদিন চলাচল করে অসংখ্য লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেল। আর এইসব মোটরসাইকেলের চালকদের বেশিরভাগেরই নি ড্রাইভিং লাইসেন্স।ফলে এই সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

সর্বশেষ গত রোববার বিকালে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় রিনা দাস (৫৩) নামের এক নারী আহত হয়েছেন।

জানা যায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল চালাচ্ছিলেন এক কিশোর। তার ড্রাইভিং লাইসেন্স ছিলো।

দুর্ঘটনায় আহত রিনা দাসকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরআগে শনিবার একই সড়কে আরও একটি দুর্ঘটনায় দশ বছরের এক শিশুর পা ভেঙে যায়।

এলাকাবাসীর অভিযোগ,  দুর্ঘটনার পরে কোনো ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। এই সড়কে ঝুঁকি নিয়ে গ্রামের মানুষকে চলাচল করতে হচ্ছে।

এদিকে, রোববাের দুর্ঘটনার পর রিনা দাসের পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত