সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০২০ ১৮:৪৩

সিলেটে ২৬ টাকা দরে ধান সংগ্রহ শুরু

ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী বলেছেন, দেশে এবার ধানের ভালো ফলন হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ায় কৃষকরা ভালো ধান পেয়েছেন। কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কারণে কৃষকরা সুন্দরভাবে এবারো ধান ঘরে তুলতে পেরেছে। প্রতিবারের প্রতি এবারো সরকার ২৬ টাকা ধরে ধান সংগ্রহ সারা দেশে শুরু করেছে। যার কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে।

২০ মে বুধবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার টেকনিক্যালস্থ খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা দরে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল আওয়াল, সিলেট সদর এল.এস.ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারি উপ খাদ্য পরিদর্শক মো. বশির হোসেন, সহকারি উপজেলা খাদ্য পরিদর্শক মো. আব্দুল্লাহ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত