কমলগঞ্জ প্রতিনিধি

২০ মে, ২০২০ ১৯:৫২

কমলগঞ্জে নগদ অর্থ সহায়তা প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঘোষিত করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ মানুষকে ব্যাংকিং পরিসেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচি সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা পরিস্থিতির কারণে দেশব্যাপী জনপ্রতি নগদ ২৫০০ টাকা ও ২০ কেজি চাল প্রদান করা হবে জানানো হয়। 

বুধবার (২০ মে) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচী সংক্রান্ত উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে বলে সভায় জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি ড. মো. আব্দুস শহীদ।

সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ. উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত