মাধবপুর প্রতিনিধি

২০ মে, ২০২০ ২২:০২

মাধবপুরে শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন এলাকার শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে, খাদ্যসামগ্রী বিতরণ করেছে মনতলা শাহজালাল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বুধবার (২০ মে) সকালে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, হতদরিদ্র, শ্রমজীবী মানুষের জন্য কাজ শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সময় উপস্থিত ছিলেন বহরা ইউপির সাবেক চেয়ারম্যান এহতেশামুল বর চৌধুরী লিপু, শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক অধ্যক্ষ ইব্রাহিম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মহি উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক অলক চক্রবর্তী, কাউছার আহমেদ, আউলিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমান, জিয়াউর রহমান সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি আ. ছামাদ সুমন, সাবেক ছাত্রদল সভাপতি ইয়াকুব খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, মশিউর রহমান মামুন, মাধবপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউছ সামাদ বাবু, খন্ডকালিন প্রভাষক আক্তার হোসেন, শিহাব উদ্দিন, সালমান শাহ, পবিত্র দেব নাথ প্রমুখ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ শতাধিক পরিবার খাদ্য সামগ্রী পাবে বলে জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত