নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২০ ১৪:৪৫

নগরীতে ফুলকলি ও মিষ্টান্ন সুইটকে জরিমানা

সিলেট নগরীতে ফুলকলি ও মিষ্টান্ন সুইটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা ও ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা অনুযায়ী অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ফুলকলিকে ৫ হাজার ও মিষ্টান্ন সুইটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত