তাহিরপুর প্রতিনিধি

২১ মে, ২০২০ ১৫:৩৬

তাহিরপুরের নাট্যব্যক্তিত্ব গাজী আলী আকবর আর নেই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গাজী আলী আকবর (৯০) আর নেই।

বুধবার (২০ মে) রাত ৯টা ৪০ মিনিটে সূর্যেরগাঁওস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার জন্মস্থান তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে।

বিজ্ঞাপন

বহুমুখী প্রতিভাবান ব্যক্তি গাজী আলী আকবর একাধারে ফুটবলার, যাত্রাশিল্পী ও চিত্রশিল্পী ছিলেন। ৮০ এর দশকে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলায় তিনি ‘আকবর’ খ্যাতিমান ফুটবল তারকা ও কূটকৌশলী অভিনেতা হিসাবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় সূর্যেরগাও গ্রামের নিজ বসতবাড়ির সামনে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

প্রয়াতের আত্মার মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন আখঞ্জি শামীম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত