মাধবপুর প্রতিনিধি

২১ মে, ২০২০ ১৯:৪৫

মাধবপুরে ওএমএস ডিলারের তিন মাসের জেল

হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএস এম) চাল বিক্রিতে অনিয়মও জালিয়াতির অভিযোগে, এরশাদ আলী নামে এক ডিলারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার ডিলারশিপ বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারাণ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত এরশাদ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে।

জানা যায়, ডিলার এরশাদ আলী আন্দিউড়া ইউনিয়নের সরকারি খাদ্যবান্ধব চালের ডিলার। কার্ডধারীদের তালিকা, অনিয়ম ও জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারাণ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আন্দিউড়া ইউনিয়ন পরিষদে চাল বিক্রিকালে অনিয়ম ও জালিয়াতির কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার এরশাদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ডিলারশিপ বাতিলের নির্দেশ প্রদান করেছেন। ডিলারশিপ বাতিলের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান দণ্ডপ্রাপ্ত ডিলার এরশাদকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত