জুড়ী প্রতিনিধি

২৩ মে, ২০২০ ১৩:৩৯

জুড়ীতে বিভিন্ন সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা মহামারীর কারণে গাড়ি বন্ধ থাকা, কাজ না পাওয়া ট্রাক শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৩ মে) উপজেলার প্রায় ৫০০ শ্রমিকের মধ্যে ৪০০ জন শ্রমিককে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন জুড়ী শাখার সভাপতি সিরাজুল ইসলাম বনমালী, সহ-সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মইবুল ইসলাম, নিজুল আহমদ প্রমুখ উপস্থিতিতে এসব বিতরণ করা হয়।

ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, করোনার কারণে শ্রমিকরা প্রায় কর্মহীন হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি আমাদের নিজস্ব তহবিল থেকে এসব বিতরণ করেছি।

অন্যদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার রাতে উপজেলার ফুলতলা ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযের পক্ষ হতে ৯০টি অসহায় পরিবারের মাঝে রাতের আঁধারে উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা তাজ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন আল ইসলাহর সাবেক সহ-সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন তুরাব, সাইদুল ইসলাম, শোয়েব আহমদ, শায়খুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, টিপু সুলতান, হাফিজ কামিল হোসেন, সাইফ চৌধুরী, মতিউর রহমান, রবিউল ইসলাম, সাকের আহমদ, আব্দুর রাজ্জাক, শায়নুল ইসলাম, সোয়াইবুর রহমান, আব্দুল্লাহ মো. সেবুল, নাহিদ আহমদ, রনি হাসান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত