বড়লেখা প্রতিনিধি

২৩ মে, ২০২০ ১৯:৫১

বড়লেখায় করোনার দুর্দিনে ২ হাজার অসহায় মানুষের পাশে ব্যবসায়ী হোসেন

মেসার্স জমির এন্ড সন্স এর স্বত্বাধিকারী হোসেন আহমদ।

করোনা ভাইরাস পরিস্থিতিতে সংকটে থাকা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২ হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন বড়লেখা বাজারের তরুণ ব্যবসায়ী মেসার্স জমির এন্ড সন্স এর স্বত্বাধিকারী হোসেন আহমদ।

ব্যবসায়ী হোসেন আহমদ করোনা আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার (২১ মে) তার পক্ষে এগুলো বিতরণ করেন- স্বেচ্ছাসেবকদের প্রধান সমন্বয়ক শাহাব উদ্দিন, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও কবির আহমদ প্রমুখ।

ব্যবসায়ী হোসেন আহমদের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থে গত দুদিনে তার পক্ষে উপজেলার ২০০০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যবসায়ী হোসেন আহমদের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামে।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ, মাস্ক, মোমবাতি।

স্বেচ্ছাসেবকদের প্রধান সমন্বয়ক শাহাব উদ্দিন বলেন, ‘ব্যবসায়ী হোসেন আহমদ করোনা আক্রান্ত হওয়ায় আমরা তার পক্ষে খাদ্যসামগ্রী মানুষের বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দিয়েছি। তিনি সকলের কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।’

 

বড়লেখা: তরুণ ব্যবসায়ী মেসার্স জমির এন্ড সন্স এর স্বত্বাধিকারী হোসেন আহমদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত