জুড়ী প্রতিনিধি

৩১ মে, ২০২০ ১৮:১৩

জুড়ী নদীর ভাঙ্গন পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

ভারী বর্ষণের ফলে ভারত সীমান্তবর্তী জুড়ী নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে বিভিন্ন স্থানে ঘরবাড়ি বিলিন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে জুড়ীর কন্টিনালা নদীর বেলাগাও, জুড়ী নদীর বরইতলী, জাঙ্গিরাই, জুড়ীর পারের মানুষ বেশি ক্ষতিগ্রস্থ। ফলে এসব এলাকার মানুষ খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন।

যদি আবার ভারী বর্ষণ হয় তাহলে ঘরবাড়ি নদীতে তলিয়ে যেতে পারে। এসব কারনে দ্রুত বাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রবিবার সরেজমিনে পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের  উপ বিভাগীয় প্রকৌশলী খুরশেদ আলম, উপ সহকারী প্রকৌশলী হাসান পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সম্পাদক এস এম জাকির হোসাইন, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, নেওয়াজ শরীফ রাজু প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী খুরশেদ আলম বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুরোধে আমাদের প্রকৌশলী স্যারের নির্দেশে আমরা পরিদর্শনে এসেছি। যত দ্রুত সম্ভব এ বাঁধগুলো সংস্কারের জন্য আমরা কাগজপত্র পাঠাব।

আপনার মন্তব্য

আলোচিত