নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২০ ১৭:৩৬

সিলেট থেকে বিমান চলাচল শুরু, প্রথমদিনে যাত্রী সঙ্কট

দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে চালু হয়েছে আভ্যন্তরীন রুটে বিমান চলাচল। ৬৭ দিন পর বিমান চলাচল শুরু হলো। তবে প্রথমদিনে যাত্রীসঙ্কটের কারণে বাতিল হয়েছে বাংলাদেশ বিমানের একাধিক ফ্লাইট। তবে ইউএস বাংলা ও নভোএয়ারের দুটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে সিলেট ছেড়েছে।

বিমানবন্দর সুত্র জানিয়েছে, দুপুর ১২টা ৪৫ মিনিটে ৩০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটে আসে নভোএয়ারের ফ্লাইটটি। পরে ১ টা ৩০ মিনিটে ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

অপরদিকে, দুপুর ১ টা ৫০ মিনিটে ২৯ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস ৫৩৫ ফ্লাইট। পরে ৪০ জন যাত্রী নিয়ে ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ওসমানী বিমানবন্দর থেকে সোমবার আভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত